সপ্তাহে ৩ দিন চলবে চেম্বার আদালত
১৩ অক্টোবর ২০২২ ১৫:১৯
ঢাকা: আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে চেম্বার জজ আদালতের বিচারপতি মনোনীত করা হয়েছে। সপ্তাহে ৩ দিন তিনি চেম্বার আদালতে শুনানি গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সপ্তাহের প্রতি রবি, সোম ও বুধবার দুপুর ২টা থেকে চেম্বার আদালতের কার্যক্রম শুরু হবে।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য ২০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।
আপিল বিভাগের গত ২৫ আগস্ট জারি করা বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বিচারপতি এম ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ১৪ অক্টোবর থেকে সপ্তাহের প্রতি রবি, সোম ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
সারাবাংলা/এমও