Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মপুর আর্যবন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২২ ১৪:০৯

খাগড়াছড়ি: খাগড়াছড়ি ধর্মপুর আর্যবন বিহারে ২৮তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) সকালে বৌদ্ধ ধর্মালম্বীরা দেশ-জাতি তথা সবার হিতসুখ মঙ্গল কামনায় বৌদ্ধ ভিক্ষুদের নিকট থেকে পঞ্চশীল গ্রহণ করেন। এরপর বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানাবিধ দান ও স্বধর্ম শ্রবণ করেন তারা।

এছাড়া গতকাল সন্ধ্যা থেকে তৈরি করা কঠিন চীবরটি বিকেলে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে দান করছেন।

অনুষ্ঠানে রাঙ্গামাটির রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তে, ধর্মপুর আর্যবন বিহারের বিহারধ্যাক্ষ শ্রীমৎ ভদ্দজী মহাস্থবির ভান্তে, শীলাচার অরণ্য ভাবনা কুঠিরের বিহারধ্যাক্ষ শ্রীমৎ জ্ঞানজ্যোতি মহাস্থবির ভান্তেসহ শতাধিক বৌদ্ধ ভিক্ষুসহ ও ৩ হাজারের অধিক বৌদ্ধ ধর্মালম্বী অংশ নেন।

সারাবাংলা/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর