বগুড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত
১৪ অক্টোবর ২০২২ ১৫:০৭
বগুড়া: সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের চাপায় ইয়াছিন আলী সরকার (৭০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত ইয়াছিন সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চরডামেকান্দি গ্রামের বাসিন্দা ও কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কে কুতুবপুর ইউনিয়নের তালতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।
এলাকাবাসী জানায়, ওই শিক্ষক শুক্রবার সকালে বাইসাইকেল নিয়ে টেইলার্স থেকে কাপড় নেওয়ার জন্য কুতুবপুর বাজারে যাচ্ছিলেন। পথে তালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এসময় সাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ চক্রবর্তী জানান, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। ওই শিক্ষকের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের পরিবার ওই ঘটনায় অভিযোগ দায়ের করলে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমও