Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার গোলাবারুদ ডিপোতে ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২২ ১৬:৩২

ঢাকা: রাশিয়ার অভ্যন্তরে বেলগোরোদ অঞ্চলে অবস্থিত একটি গোলাবারুদ ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলগোরোদ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, হামলাটির কারণে ডিপোতে বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ডিপোতে একটি বিস্ফোরণ ঘটেছে।

গ্ল্যাডকভ বলেন, শেলিংয়ের কারণে বেলগোরোদ অঞ্চলের একটি গ্রামের বাসিন্দাদের নিরাপদস্থলে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি পরিষেবা এবং স্থানীয় কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় কোনো প্রাণহানি বা আহত হয়নি।

বৃহস্পতিবার সকালে বেলগোরোদ শহরেও ইউক্রেনীয় সেনাদের গোলা আঘাত হানে। শহরের একটি বহুতল ভবন গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদ সম্প্রতি ইউক্রেনীয় সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই অঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনায় লাগাতার ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে ইউক্রেন। কিয়েভের মনে করছে, বেলগোরোদ অঞ্চলের বিভিন্ন গোলাবারুদ ডিপো রয়েছে যা ইউক্রেনে হামলায় ব্যবহার করছে রুশ সেনারা।

সারাবাংলা/আইই

টপ নিউজ বেলগোরোদ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর