Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে পরিবার ও দেশের জন্যই ভালো’

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২২ ২২:১৭

ঢাকা: সরকারের পক্ষ থেকে নারীদের এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। তিনি বলেন, নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে পরিবার ও দেশের জন্যই ভালো।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম উই’র দুই দিনব্যাপী সম্মেলন উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে। বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বড় বড় পদে নারীরা নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছে। বর্তমান সরকারের পরিচয়পত্রে মায়ের নাম যুক্ত করিয়েছে। ট্রেনিংয়ের মাধ্যমে নারীদের দক্ষ করে গড়ে তোলার জন্য সারাদেশে ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে। নারীদের ব্যবসা করার পুঁজির অভাব হলে সরকারের পক্ষ থেকে পুঁজির ব্যবস্থা করা হচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, ‘দেশ এখন ডিজিটাল। আর ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে নারীরা প্রযুক্তিবান্ধব ব্যবসা করছে। আইসিটি বিভাগ থেকে নারীদের এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই প্রশিক্ষণ নিয়ে নারীরা সাবলম্বী হয়ে উঠছে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উইম্যান অ্যান্ড ইকমার্স ট্রাস্টের সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, ‘এই সামিট নারীদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখবে। নারীদের প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার জন্য উই শুরু থেকে কাজ করে যাচ্ছেন। আমাদের দেশে নারীরা ব্যবসা ক্ষেত্রে বেশ ভালো করছে। উইয়ের সেই ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করছে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানের আরও বক্তব্য দেন- ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, উইয়ের উপদেষ্টা ও সিল্ক গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌম্য বসু, স্টার টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা খান প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ১৩ লাখ সদস্যের ফেসবুক গ্রুপ উই গত ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে সারাদেশের প্রায় চার লাখ নারী উদ্যোক্তা হয়েছেন।

সারাবাংলা/আরএফ/পিটিএম

উই সামিট-২০২২

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর