Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুলতান স্মরণে তারেকের ‘আদম সুরত’ প্রদর্শিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২২ ০৯:৫১

ফরিদপুর: বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৮তম প্রয়াণ দিবস স্মরণে ফরিদপুরে প্রদর্শিত হয়েছে তারেক মাসুদের প্রামাণ্যচ্চিত্র ‘আদম সুরত’।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের ঝিলটুলিতে তারেক মাসুদ ফিল্ম সোসাইটির অস্থায়ী কার্যালয়ে ‘এস এম সুলতান স্মরণসভা ও চলচ্চিত্র প্রদর্শনী’র আয়োজন করে তারেক মাসুদ ফিল্ম সোসাইটি। এতে অংশ নেন জেলার শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা।

বিজ্ঞাপন

তারেক মাসুদ ফিল্ম সোসাইটির সভাপতি রেজাউল করিম বলেন, ‘এস এম সুলতান ও তার সৃজনশীল কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমাদের এই আয়োজন। সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি এ আয়োজনকে সার্থকতা এনে দিয়েছে।’’

সাধারণ সম্পাদক এইচ এম মেহেদী হাসান বলেন, ‘এসএম সুলতানকে নিয়ে এটি আমাদের প্রথম আয়োজন। তাকে যেমন আমরা স্মরণ করছি, একইসঙ্গে প্রাসঙ্গিকভাবে তারেক মাসুদও এ আয়োজনের অবিচ্ছেদ্য অংশ বনে গেছেন। আগামীতে এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে আমরা আরও বর্ণাঢ্য আয়োজন নিয়ে হাজির হতে চাই।’

আদম সুরতের প্রদর্শনের পর প্রামাণ্যচিত্রটির নির্মাণের পেছনের গল্প নিয়ে নির্মিত তারেক মাসুদের বিশেষ সাক্ষাৎকারও প্রদর্শিত হয়।

সারাবাংলা/এজেড/এমও

আদম সুরত সুলতান স্মরণ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর