Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বাসের ধাক্কায় নিহত ৪

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২২ ১১:৪২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৫:৫৮

গাজীপুর: মহানগরীর তেলিপাড়া এলাকায় বাসের ধাক্কায় ভ্যানগাড়ি চালক ও আরোহীসহ চার জন নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যানচালক বোরহান (৪০), মাছ ব্যবসায়ী ইউনুস (৩৫), পথচারী সোহরাব (৩২) ও অজ্ঞাতনামা একজন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, ‘মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাছের ভ্যানগাড়িতে টেকনগরপাড়াগামী বসুমতি পরিবহনের বাসটি ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়ির দু’জনসহ ঘটনাস্থলেই চার জন নিহত হয়। বাসটি জব্দ করে ডাম্পিং করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।’

বিজ্ঞাপন

নিহতদের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমও

গাজীপুর বাসের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর