চকবাজারে ‘চিরকুমার’ বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু
১৫ অক্টোবর ২০২২ ১২:৫৫
ঢাকা: রাজধানীর চকবাজারের ঢাকেশ্বরী মন্দির রোডে শামসুল ইসলাম সেলিম (৬০) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকেশ্বরী মন্দির রোডের দুই ভবনের মাঝখানে রক্তাক্ত মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত সেলিমের ভাগিনা মিজানুর রহমান বলেন, ‘ঢাকেশ্বরী মন্দির রোডে আমাদের নিজেদের পাঁচতলা বাড়ি। সকাল ৭টার দিকে দুই ভবনের মাঝখানে মামাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এ সময় মাথা নিচের দিকে আর পা ওপর দিকে ছিল। তখন মামাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
মিজান জানান, তার মামা সেলিম অবিবাহিত ছিলেন। পেশায় কিছুই করতেন না। বাসায় হারমোনিয়াম বাজিয়ে গান গাইতেন। বাসার বাইরে বের হলেও রাত ১২টার পরে বাসায় আসতেন। শুক্রবার রাতে কখন বাসায় ফিরেছেন এবং তার কি হয়েছিল এ বিষয়ে কিছুই জানেন না তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ