Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে খনি বিস্ফোরণে অন্তত ৪০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২২ ১৫:৫৭

ঢাকা: তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, খনি থেকে ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও কয়েক ডজন খনি শ্রমিক আটকা রয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) বিস্ফোরণের সময় খনিতে প্রায় ১১০ জন শ্রমিক কর্মরত ছিলেন। তাদের প্রায় অর্ধেক ৩০০ মিটারের গভীরে কাজ করছিলেন।

সুলেমান সোয়লু বলেন, আমাদের ৫৮ জন খনি শ্রমিক অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। আমরা অনুমান করছি আরও ১৫ জন খনি শ্রমিক নীচে আটকে আছেন। আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করছি।

তিনি জানান, জরুরি পরিষেবা কর্মীরা রাতভর কাজ করেছেন। খনির ভেতরে জীবিতদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। এ জন্য খনির পাথর খনন চলছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো রঙে ঢেকে যাওয়া খনি কর্মীরা খনি থেকে বেরিয়ে আসছেন।  উদ্ধার জীবিতদের উদ্ধারকর্মীরা তাদের কৃষ্ণসাগর উপকূলে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেছেন।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর