২১ শিক্ষার্থী পেল সফিকা খানম শিক্ষা পদক
১৫ অক্টোবর ২০২২ ১৯:৩৬
ঢাকা: দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজ ও মাদ্রাসার ২১ শিক্ষার্থী পেল সফিকা খানম শিক্ষা পদক-২০২২। লায়ন্স ক্লাব অব ঢাকা হেল্প এক্সেলের পক্ষ থেকে পুরষ্কার হিসেবে শিক্ষার্থীদের ক্রেস্ট ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে লায়ন্স ক্লাব অব ঢাকা হেল্প এক্সেল কর্তৃক আয়োজিত সফিকা খানম শিক্ষা পদক-২০২২ সাতটি শাখায় মোট ২১ শিক্ষার্থীর হাতে দেওয়া হয়েছে। লায়ন্সের গর্ভনর লায়ন মোস্তফা কামাল এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সংগঠনের চেয়ারপারসন ফারাহ হাসান খান বলেন, ‘আমরা ‘‘সফিকা খানম শিক্ষা পদক-২০২২’’ এর আয়োজন করেছি। শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা বৃদ্ধির, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। তিনি একজন আদর্শ শিক্ষিকা ছিলেন। সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেন। ২০২১ সালে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তিনি তার কর্মে বেঁচে আছেন আমাদের মাঝে।’
এ সময় তিনি অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
সারাবাংলা/ইএইচটি/ইআ