Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাবেশের নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২২ ১৫:৩৪

ঢাকা: বিএনপি সমাবেশের নামে সারাদেশে চাঁদাবাজি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, এই চাঁদার অর্ধেক লন্ডনে তারেক জিয়ার কাছে পাঠিয়েছে।

রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ ব্রিফিং এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে একুশ আগস্ট আওয়ামী লীগ সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছিল। সেখানে গ্রেনেড ফেলে ২৪ জন মানুষকে হত্যা করে বিএনপি। সেখানে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়।’

এখানেই শেষ নয় আহসান উল্লাহ মাস্টার, শাহ এম এস কিবরিয়া, সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ হেলালদের সমাবেশে বিএনপি হামলা চালিয়েছে। কিন্তু বিএনপির সমাবেশে কখনো এমন হয়েছে? এমন প্রশ্ন রাখেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘তখন আওয়ামী লীগের অফিসের সামনে কাঁটা তারের বেড়া থাকতো। পুলিশ সে বেড়ার সঙ্গে দাঁড়িয়ে থাকতো। যাতে কোনো নেতাকর্মী বের হতে না পারে। এখন কি সে পরিস্থিতি আছে? তারা সারাদেশে সমাবেশ করছে, মিছিল নিয়ে আসছে। তাদের তো কেউ বাঁধা দিচ্ছেনা। আসলে বিএনপি পেট্রোল বোমা বাহিনী। তাদের আন্দোলনের হাতিয়ারই সহিংসতা।’

সম্প্রতি চট্টগ্রামে বিএনপির সমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে তারা সন্ত্রাসী সমাবেশ ঘটিয়েছে শহরে নাশকতা হতে পারে বলে পুলিশ তল্লাসি করেছে। সেখানে দোষ কোথায়?’

তিনি আরও বলেন, ‘তারা (বিএনপি) সমাবেশের নামে সারাদেশে চাঁদাবাজি করছে। চট্টগ্রাম ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করেছে, এ খবর আমার কাছে এসেছে। আর সে চাঁদার অর্ধেক নাকি লন্ডনে জিয়াপুত্র তারেকের কাছে পাঠিয়েছে। এ ছাড়া ময়মনসিংহ, বরিশালসহ সারাদেশেই সমাবেশের নামে তারা চাঁদাবাজের প্রকল্প নিয়েছে। ব্যবসায়ীদের ভয় দেখিয়ে এসব করছে। বিএনপি যখন সমাবেশে বাধার কথা বলে তখন তাদের বলবো একটু পেছনে ফিরে তাকান। সরকার তাদের সুযোগ করে দিচ্ছে। তারা যেহেতু সমাবেশের নামে সহিংসতা করে সেজন্য পুলিশকে তাদের সতর্ক থাকতে হয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

চাঁদাবাজি টপ নিউজ তথ্যমন্ত্রী বিএনপির সমাবেশ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর