জেলা পরিষদ নির্বাচনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ ইসির
১৬ অক্টোবর ২০২২ ১৬:০০
ঢাকা: আগামীকাল ১৭ অক্টোবর (সোমবার) সারা দেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালযয়ের সচিবকে এ বিষয়ে চিঠি দিয়েছে ইসি।
রোববার (১৬ অক্টোবর) ইসির উপসচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘‘আগামী ১৭ অক্টোবর ২০২২ তারিখে সারাদেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে প্রতি উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে চলবে। এ নির্বাচনের প্রতিটি কেন্দ্রের ভোটগ্রহণ মনিটরিং করার জন্য সিসি টিভি স্থাপন করা হয়েছে। সিসি টিভি ও ইভিএম মেশিন যথাযথভাবে সচল রাখার স্বার্থে এবং ভোটারগণ যাতে সুচারুরূপে তাদের ভোটপ্রয়োগ করতে পারেন সেজন্য ৫৭টি জেলার উপজেলা সদরে সকাল-৮টা হতে বিকেল ৩টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘‘নির্বাচনকালে সকাল-৮টা হতে বিকেল ৩টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।”ইসির চিঠিতে ৫৭টি জেলার তালিকা দেওয়া হয়েছে।’’
সারাবাংলা/জিএস/ইআ