Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২২ ১৮:০০

ঢাকা: রাজধানীর খিলগাঁও চৌরাস্তায় মারের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে আব্বাস মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে খিলগাঁও চৌরাস্তা ব্যাংক গলিতে এ ঘটনা ঘটে।

মৃত আব্বাস মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামে। পরিবারসহ খিলগাও চৌরাস্তা ব্যাংক গলিতে থাকতেন। তিনি ভ্যানে ফল বিক্রি করতেন।

ছেলে আয়নাল হক জানান, বাবার সাথে তিনিও ভ্যানে করে ফলের ব্যবসা করেন। রোববার দুপুরে পুরান ঢাকার বাদামতলী আড়ৎ থেকে ফল কিনে ১৮০ টাকায় রিকশা ভাড়া করে খিলগাঁও চৌরাস্তায় ফিরছিলেন। তবে রিকশাচালক পথ ভুলে অনেক রাস্তা ঘুরিয়ে এরপরে সেখানে পৌছান। এ জন্য রিকশাচালক তার কাছে ৪০০ টাকা ভাড়া দাবি করেন। তবে তিনি নির্ধারণ করা ১৮০ টাকার বদলে ২২০ টাকা দেন। কিন্তু কিছুতেই ২২০ টাকা নিতে রাজি হননি রিকশাচালক। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে রিকশাচালক ভাড়া না নিয়ে খিলগাঁও চৌরাস্তা থেকে চলে যান।

তবে কিছুক্ষণ পর ১৫-২০জন লোক নিয়ে ওই রিকশাচালক আবার সেখানে আসেন এবং আয়নালকে মারধর শুরু করেন। এটি দেখে আয়নালের বাবা (আব্বাস মিয়া) তাদেরকে বাধা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এতে তার মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্বাস মিয়াকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান মুন্সী জানান, খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

বাবার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর