Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু আরও ৫

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২২ ১৯:৩১

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৫৫ জন। চলতি বছরে ২৪ ঘণ্টায় হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়ার পরিসংখ্যান এটি। চলতি মৌসুমে এক দিনে এত বেশি ডেঙ্গু রোগী এর আগে হাসপাতালে ভর্তি হয়নি।

এর আগে, গত ১৩ অক্টোবর দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়। এ নিয়ে সারাদেশে মোট দুই হাজার ৮৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, শনিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে রোববার (১৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২৩ জন। ৩৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকা মহানগরীর বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩০৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে রাজধানীতে এই হাসপাতালেই বর্তমানে ১১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন। চলতি বছর এখন পর্যন্ত এই হাসপাতালে সর্বোচ্চ দুই হাজার ১০২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়।

এর মাঝে এক হাজার ৯৮৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মাঝে বর্তমানে সর্বোচ্চ ১৭৩ জন রোগী কামরাঙ্গীর চরের ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি আছেন বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন। এর মাঝে শুধুমাত্র কক্সবাজারেই ভর্তি হয়েছে ১৯ জন। এই জেলায় চলতি বছর এক হাজার ৪১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এর মাঝে এক হাজার ৩৪২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৪ জন। চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত মারা গেছে ৩৯ জন। এর আগে, জুন মাসে এ মৌসুমে প্রথম কোনো ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। আর এ বছর যাদের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৫২ জন ঢাকা বিভাগের। ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছে কক্সবাজার জেলায়। চট্টগ্রাম বিভাগে চলতি বছর এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ১৮১ জন। এর মাঝে সবচেয়ে বেশি ৯ হাজার ৯১১ জনই ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে। এ ছাড়া জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন, জুন মাসে ৭৩৭ জন, জুলাই মাসে এক হাজার ৫৭১ জন, আগস্ট মাসে তিন হাজার ৫২১ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

প্রতিবছরের মতো এ বছরও স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা ঢাকা শহরে মশা জরিপ পরিচালনা করে। তাতে দেখা যায়, রাজধানীতে গত বছরের তুলনায় এবার ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বেশি। জরিপের ফলাফল প্রকাশের পর জনস্বাস্থ্যবিদেরা বলেছিলেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে।

সারাবাংলা/এসবি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর