Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২২ ১২:৩০

বেনাপোল: সীমান্তের পুটখালী থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ জহিরুল বিশ্বাস (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে বিজিবি।

রোববার দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জহিরুল ওই গ্রামের মৃত হাসান আলী বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে পুটখালী গ্রামের কামারবাড়ী মোড়ে অভিযান চালান তারা। তাদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন জহিরুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে তল্লাশি করলে কোমরে লুকানো একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, জহিরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সোমবার (১৭ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ