Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২২ ১৪:৩১

ঢাকা: রাজধানীর ডেমড়ায় ১৮ বছরের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে ডেমড়ার পাইটি এলাকায় রাস্তা থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

ডেমড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা জানান, ভুক্তভোগী তরুণীর বাড়ি মাদারীপুর। দুই বছর আগে তার বিয়ে হয়েছিল। তবে বর্তমানে স্বামীর সঙ্গে তার সম্পর্ক নেই। ১৫ দিন আগে কদমতলীর পাটেরবাগে বড় ভাইয়ের বাসায় বেড়াতে আসেন। রোববার বিকেলে চাচাতো দুলাভাই সেলিম তাকে নিয়ে ডেমড়ার কোনাপাড়ায় এক মেলায় নিয়ে যান। সেখানে আলম নামের সেলিমের এক বন্ধুও ছিলেন। মেলায় ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে ওই তরুণীকে একটি কোক খেতে দেন। এরপর সিএনজিতে করে তাকে নিয়ে এক কাঁশবোনে যান। তরুণীর ভাষ্য, সেখানে চার-পাঁচজন ব্যক্তি তাকে ধর্ষণ করে।

রাতে টহল পুলিশ ডেমড়া পাইটি এলাকার রাস্তা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে বলে জানান পুলিশ।

ফারুক মোল্লা আরও জানান, তরুণীর কথাবার্তা অসংলগ্ন। তার স্বজনদের কেউ এখনও থানায় মামলা করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এসএসআর/ইআ

অভিযোগ সংঘবদ্ধ ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর