বেরোবিতে বাসের তেল চুরি, ৩ কর্মচারী বরখাস্ত
১৭ অক্টোবর ২০২২ ১৯:৩৫
রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাস থেকে তেল চুরি করে খোলা বাজারে বিক্রির দায়ে দুই চালকসহ এক সহযোগীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের চালক আজিজুর রহমান, উবাইদুল ইসলাম এবং সহকারী শ্রী মিলন কুমার দাসকে রোববার মধ্যরাতে নগরীর মর্ডান মোড় এলাকা থেকে আটক করে পুলিশ। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রাব্বানী তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেন।
সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ তাদের সাময়িক বরখাস্তের কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, চালক আজিজুর, উবাইদুল এবং সহকারী মিলন কুমার বাস থেকে তেল বের করে বিশ্ববিদ্যালয়ের পাশেই মডার্ন মোড় এলাকার একটি দোকানে বিক্রি করতেন। তবে কি পরিমাণ তেল এখন পর্যন্ত বিক্রি করেছেন সেটা জানাতে পারেননি।
উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, ঘটনার পর তাদের তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/ইআ