দিনাজপুরে বিজয়ী জাপার প্রার্থী দেলোয়ার
১৭ অক্টোবর ২০২২ ২০:০২
ঢাকা: দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন দিনাজপুর জাতীয় পার্টির সভাপতি ও স্বপ্নপুরীর সত্ত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন।
সোমবার (১৭ অক্টোবর) বিকালে জেলা নির্বাচন কার্যালয়ের সহকারী রিটানিং অফিসার আবু জায়েদ ইবনে ফজল ভোটের ফলাপল ঘোষণা করেন।
এর আগে, সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত দিনাজপুরের ১৩টি উপজেলার ১৩টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১২টি উপজেলার উপজেলা পরিষদে এবং দিনাজপুর সদর উপজেলার ভোট নেওয়া হয় দিনাজপুর শিশু একাডেমিতে।
নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ১৩টি সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং পাঁচটি সংরক্ষিত মহিলা সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করন ১৩ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী চশমা প্রতীক নিয়ে, জেলা আওয়ামী লীগের অপর নেতা তৈয়ব উদ্দীন চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে এবং দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে জয়ী দেলোয়ার হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনাজপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর পান ৭৮ ভোট। অপর আওয়ামী লীগ নেতা তৈয়ব চৌধুরী পেয়েছেন ২২৬ ভোট।
নির্বাচনে তৃণমুল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিরা পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ভোটাধিকার প্রয়োগ করেন। জেলার মোট ভোটার সংখ্যা ১৪৭৯ জন।
সারাবাংলা/পিটিএম