চুয়াডাঙ্গায় আ.লীগ প্রার্থী মঞ্জু নির্বাচিত
১৭ অক্টোবর ২০২২ ২১:৪৯
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মঞ্জু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ৩১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু ঘোড়া প্রতীক নিয়ে পান ২৪৯ ভোট পেয়েছেন। এছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আব্দুস সালাম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করেন জেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
এর আগে, এদিন সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে দুপুর ২টা পর্যন্ত। এবার জেলার মোট চারটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করে ৫৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে তিন, সদস্য পদে ১৬ ও সংরক্ষিত সদস্য পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সংরক্ষিত আসনে ১ নম্বর ওয়ার্ডে (চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা) বিথী খাতুন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে, ২নম্বর ওয়ার্ডে (দামুড়হুদা-জীবননগর) কহিনুর বেগম বই প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া চার ওয়ার্ডে চার জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে জহুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে মজনুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও ৪ নম্বর ওয়ার্ডে হাতি প্রতীক নিয়ে মোসাবুল ইসলাম লিটন।
সারাবাংলা/পিটিএম