Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএনজি পাম্পে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে তিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২২ ১০:৫৬

ফাইল ছবি

ঢাকা: গাজীপুরে সিএনজি পাম্পে বিস্ফোরণে ৫ জন দগ্ধের ঘটনায় আল-আমিন (২৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় তিন জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন।

তিনি জানান, গাজীপুরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৫০ শতাংশ দগ্ধ নিয়ে আল-আমিন নামে একজন মারা গেছেন। এ নিয়ে তিন জন মারা গেলেন। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে আনোয়ারুল ইসলাম (৩০) ও সিরাজুল ইসলাম টুটুল(২৮) নামে দুই জন ভর্তি আছেন। তাদের অবস্থাও আশংকাজনক

এর আগে, গতকাল সোমবার ভোরে পারভেজ (৩১) ও শুক্রবার সকালে আতিকুল ইসলাম মিঠু (২৫) নামে দু’জন মারা যান।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস নেওয়ার সময় এই বিস্ফোরণ হয়। ডিজেলচালিত একটি কাভার্ড ভ্যানে আনুমানিক দেড়শ খালি সিলিন্ডার ছিলো। এতে ৫ জন দগ্ধ হন। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সারাবাংলা/এসএসআর/এমও

বিস্ফোরণ সিএনজি পাম্প


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর