Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘটকালির আড়ালে প্রতারণা, ঘটক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২২ ১৫:২৪

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আব্দুর রহিম নামের এক ঘটককে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুর রহিম, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের হরিনাথপুর (বিষপুকুর) গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ডাক্তার, পুলিশ, সেনাবাহিনীর অফিসার, বিসিএস ক্যাডার এ ধরনের পাত্রের সন্ধান দিয়ে পাত্রীর বাবা-মার কাছ থেকে নানা কৌশলে টাকা আদায় করতো আব্দুর রহিম। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ থানার কোচাশহর ইউনিয়নের ধর্মা (প্রধানপাড়া) এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আব্দুর রহিম একজন প্রতারক। উচ্চ বংশে এবং প্রতিষ্ঠিত ছেলে বা মেয়ের কাছে বিয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নিতো। আজ সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আব্দুর রহিমের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর