Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএস’কে অর্থ দিয়েছিল লাফার্জ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২২ ০৯:০৮

সিরিয়ায় ব্যবসা চালাতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসহ (আইএস) কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থ দিয়েছিল ফ্রান্সের সিমেন্ট প্রস্তুতকারী কোম্পানি লাফার্জ। মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে চলা একটি মামলায় লাফার্জের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে। লাফার্জও আদালতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে। দোষী সাব্যস্ত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৭৭ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে হবে। নিউইয়র্ক টাইমসের খবর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ফেডারেল আদালত লাফার্জের বিরুদ্ধে এই রায় দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত আইএস-সহ আরও কয়েকটি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা দেওয়ার অভিযোগে এই আদালতে ফৌজদারি মামলা চলছিল। এমন অভিযোগে কোনো বিদেশি কোম্পানির বিরুদ্ধে মার্কিন আদালতের এমন রায় নজিরবিহীন।

সিএনবিসির খবরে বলা হয়, নির্বিঘ্নে ব্যবসা চালাতে ইসলামিক স্টেটের আল-নুসরাহ ফ্রন্ট এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের ১০.২৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থ প্রদান করেছিল লাফার্জ। যা ২০১৩ সালের অক্টোবর ২০১৪ সাল পর্যন্ত সময় ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রদান করা হয়।

মামলার আইনজীবী মার্কিন অ্যাটর্নি ব্রিয়ান পিস এক বিবৃতিতে জানান, লাফার্জ তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেছে।

অ্যাটর্নি পিসের বিবৃতিতে বলা হয়, লাফার্জ সিমেন্ট সিরিয়া শাখার নির্বাহীরা আইএস নিয়ন্ত্রিত সরবরাহকারীদের কাছ থেকে উত্তর সিরিয়ার জালাবিয়েহ অঞ্চলে তাদের সিমেন্ট কারখানার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনেছিলেন। এসব সামগ্রী বহনকারী গাড়ি এবং সংশ্লিষ্ট শ্রমিক, কর্মচারী-কর্মকর্তারা যাতে আশেপাশের চেক পয়েন্টগুলো নির্বিঘ্নে পারাপার হতে পারেন সে জন্য আইএস এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে মাসিক চাঁদা দিয়েছিল লাফার্জ।

বিবৃতিতে বলা হয়, লাফার্জ সিমেন্ট সিরিয়া শাখা সিমেন্ট বিক্রির একটা অংশ আইএস’কে চাঁদা হিসেবে দিতো। যা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা সরকারকে ট্যাক্স হিসেবে দেখিয়েছিলেন।

মামলায় কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয়নি। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এ ব্যাপারে অধিকতর তদন্ত চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে লাফার্জ সিমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, যেসব কর্মকর্তারা আইএস’কে অর্থ দিয়েছিলেন তাদের কেউ এখন আর কোম্পানিতে নেই। তবে কর্মকর্তাদের এমন কাজ লাফার্জের আচরণবিধির লঙ্ঘন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। লাফার্জ সিরিয়া শাখার এমন কাজের দায় নিয়েছে কোম্পানি।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর