Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অপকর্ম করে যারা দলের দুর্নাম কামিয়েছেন তারা মনোনয়ন পাবেন না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২২ ১৭:১১

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেছেন, যারা অপকর্ম করে গডফাদারগিরি করে দলের দুর্নাম কামিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তারা কিছেুতেই পাবেন না। এটা নেত্রীর পরিস্কার নির্দেশ।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ‘‘স্বপ্ন ও সম্ভাবনার স্ফুলিঙ্গ-শেখ রাসেল” শীর্ষক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি, দরিদ্র তহবিলে বিশেষ অনুদান ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

দলীয় নেতাকর্মীদের সুশৃংখল থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলকে সুনামের ধারায় ফিরিয়ে আনেন। আওয়ামী লীগের নামে অপকর্ম করবেন না। যারাই অপকর্ম করেছে তাদের এসিআর কিন্তু নেত্রীর কাছে জমা আছে। মনোনয়ন চাইবেন, শেখ হাসিনার কাছে যে হিসাব আছে, যারাই অপকর্ম করে গডফাদারগিরি করে দলের দুর্নাম কামিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তারা কিছেুতেই পাবেন না। এটা নেত্রীর পরিস্কার নির্দেশ। খারাপ আছেন ভাল হয়ে যান, শুদ্ধ হয়ে যান।’

কারো নাম উল্লেখ না করে ইডেন ছাত্রলীগের ঘটনার দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘মাঝে মাঝে কলহ করতে গিয়ে এমন কথা মুখ দিয়ে বের হয়। যারা আওয়ামী লীগ করে এ ধরনের কথা বলে তাদের আওয়ামী লীগ করার কোনো অধিকার নাই। সীট বাণিজ্য, ভর্তি বাণিজ্য এইসব যারা করে তাদের তালিকা তৈরি হচ্ছে। খবর আছে, ক্ষমা নেই।’

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সভাপতি সদস্য আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, আনিসুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/ইআ

আওয়ামী লীগ ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর