Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১০০, ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৮৬৪

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২২ ২২:২০

ফাইল ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাতজন। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০৬ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৪ জন। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮০২ জন। বর্তমানে তিন হাজার ৩০৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন। এছাড়া ২৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকা মহানগরীর বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে রাজধানীতে এ হাসপাতালেই বর্তমানে ১৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন। চলতি বছর এখন পর্যন্ত এই হাসপাতালে সর্বোচ্চ দুই হাজার ২২৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

এর মাঝে দুই হাজার ৮৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মাঝে বর্তমানে সর্বোচ্চ ১৯০ জন রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

 গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন।

প্রতিবেদনে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০৬ জন। চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত মারা গেছে ৫১ জন।

বিজ্ঞাপন

এর আগে, জুন মাসে এ মৌসুমে প্রথম কোনো ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। আর এ বছর যাদের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৬২ জন ঢাকা বিভাগের। ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছে কক্সবাজার জেলায়। চট্টগ্রাম বিভাগে চলতি বছর এখন পর্যন্ত ৩৫ জন মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ১৮১ জন। এর মাঝে সবচেয়ে বেশি ১১ হাজার ৭১০ জনই ভর্তি হয়েছেন অক্টোবর মাসে। এ ছাড়া জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন, জুন মাসে ৭৩৭ জন, জুলাই মাসে এক হাজার ৫৭১ জন, আগস্ট মাসে তিন হাজার ৫২১ জন ও সেপ্টেম্বর মাসে ৯ হাজার ৯১১ জন রোগী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রতিবছরের মতো এ বছরও স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা ঢাকা শহরে মশা জরিপ পরিচালনা করে। তাতে দেখা যায়, রাজধানীতে গত বছরের তুলনায় এবার ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বেশি। জরিপের ফলাফল প্রকাশের পর জনস্বাস্থ্যবিদেরা বলেছিলেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে।

সারাবাংলা/এসবি/একে

টপ নিউজ ডেঙ্গু ডেঙ্গু রোগী

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর