Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে নিহত ১, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২২ ২২:৪৭

ফাইল ছবি

রাঙামাটি: রাঙামাটির সাজেক ইউনিয়নে পর্যটকবাহী একটি জিপ উল্টে সাগর আহমেদ (৩২) নামের এক পর্যটক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আটজন।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে হাউজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর আহমেদের বাড়ি নারায়ণগঞ্জে। আহতরা হলেন- ঢাকার রামপুরার বাসিনদা মনিয়ামুন (২৯), বর্না আক্তার (৩২), নুর নাহার (২৫), ও লিটু (৩২)। অন্যজন সাভারের আশুলিয়ার দিদার হোসেন (২৬)।

স্থানীয় লোকজন জানান, সকালের দিকে সাজেক থেকে চান্দের গাড়িতে (জিপ) ফিরছিলেন একদল পর্যটক। এসময় সাজেক-বাঘেইহাট সড়কের হাউজ পাড়া এলাকায় পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে সাগর আহমেদ নামের একজন নিহত হন এবং আটজন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ভর্তি করান।

সাজেক ইউপি চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, সাজেক পাহাড় নামার সময় রুইলুই পাড়াস্থ হাউজ পাড়া স্থানে দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

সাজেক থানার অফিসার ইনচার্জ নূরুল হক জানান, দুর্ঘটনা কবলিত পর্যটকরা ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর