Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজেকে ফের জিপ খাদে, আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২২ ১৪:৫০

ফাইল ছবি

রাঙামাটি: বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নে একটি জিপ গাড়ি খাদে পড়ে অন্তত ১২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে ইউনিয়নের হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে বুধবার (১৯ অক্টোবর) একই এলাকায় জিপ উল্টে পাহাড়ি খাদে পড়ে এক পর্যটক নিহত ও পাঁচ স্থানীয় বাসিন্দা আহত হয়েছে। পরদিন আজ একই স্থানে ফের দুর্ঘটনা ঘটলো। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় মিলেনি।

পাহাড়ি উঁচুনিচু ঝুঁকিপূর্ণ সড়ক হওয়ার কারণে ও চালকের অসাবধানতার কারণে প্রায়শই এই সড়কে দুর্ঘটনা ঘটছে বলে জানায় স্থানীয়রা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সাজেকের সড়কে একইস্থানে আজ আবার একটি জিপ গাড়ি উল্টে খাদে পড়েছে। এ ঘটনায় স্থানীয় পাঁচজনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

সারাবাংলা/ইআ

সড়ক দুর্ঘটনা সাজেক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর