ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের গণ বাথরুম থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রেলস্টেশনের গণ টয়লেট থেকে ৫০ বছরের ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আহম্মেদ বলেন, ‘দুপুরে কমলাপুর রেলস্টেশনের গণ বাথরুমের ভেতরে এক ব্যক্তি উপড় হয়ে পড়ে আছে এমন খবর পাই। পরে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।’
তিনি জানান, ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা চলছে।