Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২২ ১৮:০০

ঢাকা: কক্সবাজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আরও কঠোর হওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী হাবিবুন নাহার, তানভীর শাকিল জয়, জাফর আলম এবং খোদেজা নাসরিন আক্তার বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে বন্যপ্রাণী পাচার, কক্সবাজারে অবৈধ বালু উত্তোলন, সেন্টমার্টিনে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট এবং আসন্ন কপ সম্মেলনের প্রস্তুতি, সাইড ইভেন্ট এবং অংশগ্রহণে ইচ্ছুক সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি এবং এর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকার অনেক কার্যক্রম বাস্তবায়ন করেছে। আসন্ন কপ-২৭ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে ওই কার্যক্রমগুলো প্রদর্শন ও প্রচারের বিষয়ে বিভিন্ন সাইড ইভেন্ট আয়োজনের প্রতি গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, বৈঠকে বন্যপ্রাণী পাচার রোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত ও পাচার রোধে ট্রানজিট ব্যবস্থার অবসান ঘটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। সেক্ষেত্রে প্রচলিত আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা জোরদারে অধিক সতর্ক থাকার সুপারিশ করা হয়।

পাশাপাশি সেন্টমার্টিনে নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা বিভিন্ন প্রকার হোটেল, মোটেল, রিসোর্ট ইত্যাদি পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানকে সতর্কতা অবলম্বনের জন্য নোটিশ প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় বৈঠকে।

বিজ্ঞাপন

সারাবাংরা/এএইচএইচ/পিটিএম

কক্সবাজার নির্দেশ বালু উত্তোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর