Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়া থেকে ফেরত এলো ১৪৩ বাংলাদেশি

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২২ ২২:৪৮

ঢাকা: লিবিয়া থেকে ১৪৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। সেখানকার বাংলাদেশি দূতাবাসের দীর্ঘ চেষ্টা ও আইওএম’র সহায়তায় তাদের দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস এ তথ্য জানিয়েছে।

তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে বলা হয়, আইওএম’র ভাড়া করার লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (UZ222) ত্রিপলীর মেতিগা বিমানবন্দর থেকে গত ১৯ অক্টোবর উড্ডয়ন করে ২০ অক্টোবর স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ কর। প্রত্যাবাসন করা এসকল অভিবাসীর মধ্যে কয়েকজন অসুস্থ এবং বিপদগ্রস্তও ছিলেন বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

পোস্টে বলা হয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। এ সময় তিনি ফ্লাইটটি পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও লিবিয়ার ইমিগ্রেশন অধিদফতর থেকে বহির্গমন ভিসা প্রাপ্তিতে দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার বিষয়টি তাদের অবহিত করেন। এছাড়াও তিনি ফ্লাইটটি পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন অধিদফতরসহ আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সারাবাংলা/জেআর/পিটিএম

ফেরত বাংলাদেশি লিবিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর