Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল বন্দরে আগুন, পুড়েছে আমদানি পণ্য ও অফিস কক্ষ

লোকাল করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২২ ২৩:৫৫

বেনাপোল: বেনাপোল বন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কিছু আমদানিপণ্যসহ কাগজপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।

তবে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড়ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বন্দর।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমর দেবনাথ জানান, রাতে হঠাৎ করেই বন্দরের ৩২ নম্বর কেমিক্যাল পণ্যাগারের অফিস রুমে বিদ্যুৎ শটসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন অফিসকক্ষ থেকে ছড়িয়ে পড়ে পণ্যাগারে। তবে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় মালামাল।

তিনি আরও জানান, অসতর্কতার কারণে বার বার বেনাপোল বন্দরে আগুনের ঘটনা ঘটছে।

সারাবাংলা/পিটিএম

আগুন বেনাপোল বন্দর

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর