Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দফা দাবি বাস্তবায়নে গণ অনশনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২২ ১৩:৫৪

চাঁপাইনবাবগঞ্জ: অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনসহ ৭ দফা দাবি ও গত সংসদ নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জে গণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই কর্মসূচি পালন করা হয়। বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে এই গণ অনশন অনুষ্ঠিত হয়।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়ের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কর্মকার, নাচোল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সহাদেব মাহাতোসহ অনেক।

সারাবাংলা/এমও

৭ দফা দাবি গণ অনশন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর