Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রওশন ও সাদকে বহিষ্কারের হুমকি দিয়ে সম্মেলন বানচাল করা যাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২২ ১৮:৩৯

ঢাকা: এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেছেন, পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রওশন ও সাদকে বহিস্কারের হুমকি দিয়ে রওশন এরশাদের ডাকা সম্মেলন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানের ৪৭ এ পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির অস্থায়ী কার্যালয়ে উপজেলা দিবসের প্রস্তুতি ও বেগম রওশন এরশাদের আগমনে সংবর্ধনা আয়োজনে করণীয় বিষয়ে এক জরুরি সভায় তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

কাজী মামমুন বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে গড়া লাখ লাখ নেতাকর্মী বেগম রওশন এরশাদের সঙ্গে রয়েছেন। তারা দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সুযোগ সন্ধানীদের চিহ্নিত করে এরশাদের গড়া জাপার মান রাখবে রাজনৈতিক অঙ্গনে।’

এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান আরও বলেন, ‘আজ যারা রওশন এরশাদের সম্মেলন ডাকার এখতিয়ার নেই বলে হুমকি ধামকি দিচ্ছেন, তারা ২০১৪ সালে অর্থ ও এমপি-মন্ত্রী হওয়ার লোভের ষড়যন্ত্রের বিষে রওশন এরশাদকে ভয়ভীতি দেখিয়ে জোর করে নির্বাচনে নিয়ে গিয়েছিলেন, তখন এখতিয়ার কোথায় ছিল। কিন্তু সেদিন কেনো লাখ লাখ নেতাকর্মীর আর্তনাদ আপনার শুনতে চাননি সেদিন কেনো সাংগঠনিক কাঠামো বা চেয়ারম্যানের ক্ষমতার কথা ভুলে গিয়েছিলেন? অথচ এখন সাধু সাজছেন। নিজেরা ভালো মানুষ সেজে সব দোষ বেগম রওশন এরশাদের কাঁধে চাপিয়ে দিচ্ছেন।’

তিনি বলেন, ‘মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে যুগে যুগে। তখন আপনার ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।’

জরুরি এই সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি এম এ গোফরান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ফখরুজ্জামান জাহাঙ্গীর, নূরুল ইসলাম নুরু, অধ্যাপক নূরুল ইসলাম মিলন, ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, জাফর ইকবাল সিদ্দিকী, শাহ আলম তালুকদার, মনিরুজ্জামান টিটু, মিজানুর রহমান দুলাল, মনোয়ারুল আলম, মোস্তাফিজুর রহমান নাঈম, মনোয়ারা তাহের মানু, হাসনা হেনা, জহির উদ্দিন জহির, নাসির উদ্দিন মুন্সি, ইস্রাফিল আলম, নজরুল ইসলাম, মির্জা ইকবাল, শেখ রুনা, মঞ্জুরুল হক সাচ্চা, আব্দুল আজিজ চৌধুরী ও হাসান মাহমুদ শামীম প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় পার্টি রওশন এরশাদ সাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর