রবীন্দ্র সরোবরে মেরিন ইঞ্জিনিয়ারের লাশ, শরীরে ছুরির আঘাত
২৩ অক্টোবর ২০২২ ১০:৫৬
ঢাকা: ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শাহাদত হোসেন মজুমদার (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানা পুলিশ রবীন্দ্র সরোবরের ভেতরের পায়ে হাঁটার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ভোরের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
রোববার (২৩ অক্টোবর) সকালে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া জানান, রাতে খবর পেয়ে রবীন্দ্র সরোবরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পেশায় তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কলাবাগান ভূতের গলি এলাকায় থাকতেনঅ তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জে।
ওসি আরও জানান, মৃত ব্যক্তির শরীরে চারটি ছুরির আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। অন্য কোনো ঘটনা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও