Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যর উপ-হাইকমিশনারকে ঢাকায় ফিরতে বলা হয়েছে


২৭ এপ্রিল ২০১৮ ২১:২৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনের উপ-হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহাকে ঢাকায় ফিরে আসার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে তাকে ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে বলে একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্রগুলো বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ হাইকমিশন অফিসে হামলা ও ভাঙচুর করে যুক্তরাজ্যে বিএনপি শাখার কর্মীরা। ঢাকায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের আগের দিন এই ঘটনা ঘটে।

এদিকে, হাইকমিশন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনার দিন উপ-হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা মিশনে উপস্থিত ছিলেন। সূত্র জানায় ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদনে তালহার দায়িত্বে ও কর্তব্যে অবেহলা ছিল বলে উল্লেখ করে।

প্রাথমিক তদন্ত শেষে চূড়ান্তভাবে আবার তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/জেআইএল/এটি/

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর