হাসপাতালে একদিনে ভর্তি ১০৩৪ ডেঙ্গু রোগী
২৩ অক্টোবর ২০২২ ১৬:৫২
ঢাকা: হাসপাতালে একদিনে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন রোগী। যা আগের দিন ছিল ৯২২ জন।
একদিনে ১০৩৪ রোগী ভর্তির রেকর্ড ২০১৯ সালের পর সর্বোচ্চ।
রোববার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৩ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৮৯ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৫ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৮৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২০৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৪৫৮ জন।
শয্যা সংকট, ডিএনসিসি কোভিড হাসপাতালে ডেঙ্গু রোগী: মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে শুরু হয়েছে ডেঙ্গু রোগী ভর্তি। অন্য সরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণার পরই ভর্তি হয়েছেন চারজন রোগী।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু রোগীদের জন্য সাধারণ ওয়ার্ডে ৬০টি বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পুরুষের জন্য ৩৮টি ও নারীদের ২২ বেড রাখা হয়েছে। এছাড়া থাকছে ১৭ বেডের আইসিইউ ইউনিট। চাহিদা অনুযায়ী বেড আরও বাড়ানো হবে। চিকিৎসার পাশাপাশি এ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও রেখেছে স্বাস্থ্য অধিদফতর।
সারাবাংলা/এসবি/একে