যুদ্ধাপরাধীর স্ত্রী-সন্তানদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি
২৩ অক্টোবর ২০২২ ১৭:০৭
চট্টগ্রাম ব্যুরো: দণ্ডিত যুদ্ধাপরাধীর স্ত্রী-সন্তানদের রাজনীতি ও নির্বাচনে অযোগ্য ঘোষণার আইন প্রণয়নের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। সেইসঙ্গে দণ্ডিত যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের আইন করারও দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৩ অক্টোবর) বিকেলে নগরীর নিউমার্কেট সংলগ্ন দোস্তবিল্ডিং চত্বরে সংগঠনটির চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়েছে। দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘শহিদ’ সম্বোধন করে ফাঁসি হওয়া মানবতা বিরোধী অপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরীর সাম্প্রতিক বক্তব্য ও স্লোগানের বিক্ষোভ করে সংগঠনটি।
গত ১২ অক্টোবর চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। বক্তব্যে তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘ক্ষমতা ছাড়ার পর একা বাড়ি ফিরতে পারবেন না। সকল শহিদদের কবরে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হবে।’ তিনি ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন, যে স্লোগান বিএনপি দলীয়ভাবে ব্যবহার করে না।
এর প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ যুদ্ধাপরাধী লালনকারী অপশক্তির অভয়াশ্রম হতে পারে না। যুদ্ধাপরাধীদের সন্তানসহ পরিবারের সদস্যদের রাজনীতি-নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। দণ্ডিত যুদ্ধাপরাধীদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। সরকারি-বেসরকারি সব চাকরিতে এদের নিষিদ্ধ করতে হবে। এবারের বিজয় দিবসের আগেই স্বাধীনতা বিরোধীদের নামে দেশে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা আছে সেগুলো অপসারণের জন্য জোর দাবি জানাচ্ছি।’
‘মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে হলে এর কোনো বিকল্প নেই। বীর মুক্তিযোদ্ধাদের দেশে যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্য হুঙ্কার দেবে এটা মেনে নেওয়া সম্ভব নয়। কুলাঙ্গার সালাহউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের যে আস্ফালন করেছে, সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমরা অবিলম্বে তাকে গ্রেফতার করে বিচার দাবি করছি।’
সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- জেলার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ, গৌরী শংকর চৌধুরী, এস এম নুরুল আমীন, জমির উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান সাহেদ মুরাদ সাকু। সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠক সাইফুন নাহার খুশী।
সমাবেশ শেষে নগরীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।
সারাবাংলা/আরডি/পিটিএম