Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’


২৭ এপ্রিল ২০১৮ ২২:০২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: যুব সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কুশাবো এলাকায় কুশাবো স্পোটিং ক্লাবের উদ্যোগে ১১তম বার্ষিক প্রীতি ফুটবল ম্যাচের আগে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশ বিরোধী চক্র, যুদ্ধাপরাধী, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলেও জানান পৌরসভার মেয়র হাসিনা গাজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রোকন মিয়া, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক ইকবাল হোসেন মাসুম, সাত্তার সুমন, সোহেল তাজ, কাজেম মোল্লা, মাহাবুবুর রহমান, জাকারিয়া হোসেন প্রমুখ।

সারাবাংলা/এসআই/এমএইচ

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর