Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগকে ধাক্কা দিয়ে ফেলতে গেলে হাত-পা ভেঙে যাবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২২ ১৯:২৮

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি বলে আওয়ামী লীগকে ধাক্কা দিলে পড়ে যাবে। আওয়ামী লীগ ঠুনকো কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হলো হিমালয় পর্বতের মতো। আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলতে গেলে হাত-পা ভেঙে যাবে।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ বিএনপি-জামায়াতের ইতিহাস জানে। তারা দেশে বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান তৈরি করেছে। তারা গ্রেনেড হামলা চালিয়েছে। রাজাকার, আলবদরদের এমপি, মন্ত্রী বানিয়েছে। বাংলার মানুষ ওই অন্ধকার জগতে ফিরে যেতে চায় না।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, এ. বি. এম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা অওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে আবদুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে কাশেম মণ্ডলের নাম ঘোষণা করা হয়।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর