সিত্রাং মোকাবিলায় প্রস্তুত বরগুনা, নামছে মুষলধারে বৃষ্টি
২৪ অক্টোবর ২০২২ ১২:৫৬
বরগুনা: বরগুনায় উপকূলজুড়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঝড়ের সময় যত এগিয়ে আসছে, বরগুনা উপকূলবাসীর চিন্তা ততই বাড়ছে। তবে সিত্রাং মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
সোমবার (২৪ অক্টোবর) সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমানের সভাপতিত্বে সিত্রাং মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে পুলিশ সুপার, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা গোয়েন্দা বিভাগের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড়ের প্রস্তুতি উপলক্ষে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘আমাদের ৬৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। ঝূঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয়ন কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার ও নগদ ৫ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন দেখা দিলেই সংশ্লিষ্ট এলাকার ইউএনওদের বিতরণের নির্দেশনা দেওয়া হবে।’
এদিকে কোস্টগার্ড, সিপিপি, রেডক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে উপকূলীয় অঞ্চলের মানুষকে সাবধান থাকার অনুরোধ জানানো হচ্ছে।
কোস্ট গার্ড জানিয়েছে, বঙ্গোপসাগর ও বিভিন্ন নদ-নদীতে থাকা নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের উপকূলে ঝুঁকির মধ্যে থাকা বাসিন্দাদের স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে সতর্ক করা হয়েছে। যদি ঘূর্ণিঝড় বরগুনা এলাকায় আঘাত হানে তাহলে তাদের আশ্রয়কেন্দ্র অথবা কোস্টগার্ডের বেজ ক্যাম্পে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।
সারাবাংলা/এমও