Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় সিত্রাং: কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২২ ১২:৫২

কক্সবাজার: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। ৪ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৬ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় বর্তমানে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া।

তিনি জানান, কক্সবাজার সমুদ্র থেকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে এর পরিবর্তে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা-ঝড়ো বাতাস বয়ে যেতে পারে, সেইসাথে ভারী ৪৪-৮৮ মি.মি থেকে অতিভারী ৮৯ মি.মি বর্ষণ হতে পারে।

তিনি আরও জানান, স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৮ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর