Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় সিত্রাং: কাপ্তাই হ্রদে নৌ-চলাচল বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২২ ১৭:০১

রাঙামাটি: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌ-চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। এছাড়া শহরের ৯টি ওয়ার্ডে ৩০টি ভূমি ধসের স্পট চিহ্নিত করে ২২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তিনটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও উপজেলাগুলোতে আলাদা আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটির কৃত্রিম কাপ্তাই হ্রদ বদ্ধ জলাধার হওয়ার কারণে সাগরের সঙ্গে কোনো সংযোজন নেই। যে কারণে জোয়ারভাটাও নেই কাপ্তাই হ্রদে। তবে বর্ষায় হ্রদে পানি বেড়ে যাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকায় স্রোত থাকে। এর আগে বিভিন্ন সময়ে দেশে ঘূর্ণিঝড় এলেও এবারই প্রথমবারের মতো কাপ্তাই হ্রদে প্রশাসন নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বলে জানায় সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর