Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ২ মৃত্যু, শনাক্ত ২০৭

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২২ ১৮:১০

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনায় সংক্রমিতদের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ২০৭ জন। যা আগের দিন ছিল ১৩৯ জন।

সোমবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো করোনা ভাইরাস সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৪২৫টি। পুরনো নমুনাসহ এরমধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৪৫৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৬৯৬ টি। সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৯৮ লাখ ৮১ হাজার ১৯৩টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ লাখ ৯৭ হাজার ৫০৩টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২০৭ জন। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৪ হাজার ৩৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯০ জন। যা আগের দিন ছিল ৪৪৪ জন। এ নিয়ে করোনামুক্ত হলেন ১৯ লাখ ৭৮ হাজার ৩০৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬৫ শতাংশ। যা আগের দিন ছিল ৪ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ। যা আগের দিন ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ। মৃত্যুর গড় হার ১ দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজন পুরুষ রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে নারী-পুরুষের মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১৫ জনের। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৭৭৪ জন, নারী ১০ হাজার ৬৪১ জন। এ পর্যন্ত পুরুষ রোগী মৃত্যুর হার ৬৩ দশমিক ৮২ শতাংশ, নারী মৃত্যুর হার ৩৬ দশমিক ১৮ শতাংশ।

বিজ্ঞাপন

গত ২৪ মোট ৮৮২টি ল্যাবের মাধ্যমে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি, র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬৪টি।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর