Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সব নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করবে ইসি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২২ ১৯:৪৯

ঢাকা: ভবিষ্যতে সব নির্বাচনেই সিসি ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান। তিনি বলেন, ভোটের মাঠে সিসি ক্যামেরা দুষ্কৃতিকারীদের শত্রু হিসেবে কাজ করবে। আর যারা ভালো তাদের জন্য মিত্র হিসেবে কাজ করবে।

সোমবার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি কমিশনার বলেন, ‘সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে কেমন ফল পেয়েছি তা সবাই জানেন। এটা স্বচ্ছতা এনেছে, কুমিল্লা সিটিতে সুফল পেয়েছি, জেলা পরিষদ নির্বাচনেও সুফল পেয়েছি। আসন্ন পৌরসভা নির্বাচনগুলোতেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে।’

তিনি বলেন, ‘কেউ কেউ মনে করেন সিসিটিভি প্রাইভেসি নষ্ট করছে। বাসার সামনে, রাস্তা-ঘাটে সবজায়গায় ক্যামরা বসানো। যারা দৃষ্কৃতিকারী তাদের জন্য সিসি ক্যামেরা শত্রু হিসেবে কাজ করে। আর যারা ভালো তাদের মিত্র হিসেবে কাজ করে।’

আহসান হাবিব বলেন, ‘ভবিষ্যতে প্রতিটা নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করব। স্থানীয়, জাতীয়, এমনকি উপনির্বাচনেও সিসি ক্যামেরা ব্যবহার হবে। আমরা চাপের মধ্যে কখনো ছিলাম না। সত্যিকার অর্থেই স্বাধীনভাবে সকল কর্মকাণ্ড পরিচালনা করছি।’ বাজেটের প্রাপ্যতা সাপেক্ষে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ সিইসি সিসি ক্যামেরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর