Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাভাবিক হয়েছে নৌযান চলাচল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২২ ১০:৫৫

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব কেটে যাওয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ’র তরফ থেকে এ নির্দেশনা আসে।

বিআইডব্লিউটিএ’র তথ্য ও জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. মোবারক হোসেন মজুমদার সারাবাংলাকে জানান, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দেশের সকল অভ্যন্তরীণ নদী বন্দরে ১ নম্বর আবহাওয়া সংকেত থাকায় নৌযান চলাচল শুরু হয়েছে।

এর আগে, ঘূর্ণিঝড়ের কারণে সোমবার (২৪ অক্টোবর) দেশের সকল নৌরুটে যান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিটিএ।

এদিকে, সোমবার দিবাগত মধ্যরাতে তাণ্ডব চালিয়ে শান্ত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। উপকূল অতিক্রম করে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন নিম্নচাপ আকারে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া , কুমিল্লা ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। যে কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর নদীবন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

সারাবাংলা/জেআর/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর