Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২২ ১২:৫০

বেনাপোল: কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

তবে কাস্টমস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীর যাতায়াতও স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল থেকে ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে এ বন্দরে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত তিনি বলেন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন বলে গতকাল সোমবার (২৪ অক্টোবর) বিকালে এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তবে বন্দর ও কাস্টমসে কাজ স্বাভাবিকভাবেই চলবে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্যা জানান, ভারতে কালীপূজা ও দীপাবলি উপলক্ষে মঙ্গলবার কোনো পণ্য আমদানি-রফতানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম যথারীতি চলবে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে। পাশাপাশি দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর