Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে সাগর উপকূলে শিশুর লাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২২ ১৫:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাগর উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলবর্তী কোনো এলাকার বাসিন্দা এই শিশুটির মৃত্যু হয়েছে এবং লাশ ভেসে এসেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় কাসোয়া শিপ রিসাইক্লিং ইয়ার্ড সংলগ্ন সাগর উপকূলে লাশটি ভেসে আসে।

নৌ-পুলিশের সীতাকুণ্ড কুমিরা ফাঁড়ির পরিদর্শক বিদ্যুৎ বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘লাশটি আনুমানিক তিন থেকে সাড়ে তিনমাস বয়সী শিশুকন্যার। আমাদের ধারণা, গত (সোমবার) রাতে যে জলোচ্ছ্বাস হয়েছে, এতে শিশুটি নিখোঁজ হয়। জোয়ারের পানিতে লাশ ভাসতে ভাসতে সীতাকুণ্ডে সাগর উপকূলে চলে আসে বলে আমাদের ধারণা।’

লাশ উদ্ধারের ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন কুমিরা নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান। পাশাপাশি লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর