Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিত্রাংয়ের প্রভাব কেটে গেছে, আগামী ৬ দিন বৃষ্টির সম্ভাবনা নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২২ ১৫:৩৫

প্রতীকী ছবি

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব বাংলাদেশের ওপর থেকে সরে গেছে। যার কারণে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। দুপুরের পর থেকে রাজধানী ঢাকাতে সূর্যের মুখ দেখা যাচ্ছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর বলছে, ঘূর্ণিঝড়ের শক্তি শেষ হয়ে বাংলাদেশ অতিক্রম করে বর্তমানে এটি উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। যে কারণে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক মো. ছানাউল হক মন্ডল সারাবাংলাকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং গতকাল রাত ৯টার দিকে উপকূল অতিক্রম করতে শুরু করে। পরে ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে দুর্বল হয়ে স্থল নিম্মচাপ হিসেবে প্রথমে ঢাকা, কুমিল্লা ও তার কাছাকাছি এলাকায় নিম্নচাপ হিসেবে অবস্থান করে। পরে এটি আরো দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়।

তিনি বলেন, সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজারে সর্বোচ্চ গতিবেগ ছিলো ৭৪ কিলোমিটার। ভোলায় সর্বোচ্চ ৬ ফুট পানির উচ্চতায় ওঠে। বরিশালে সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় গত ২৪ ঘন্টায়। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর পর বৃষ্টিপাতের সম্ভাবনাও কমে গেছে।

আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে ভারি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেও জানালেন এ আবহাওয়াবিদ।

সারাবাংলা/জেআর/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর