বাংলাদেশ ব্যাংকের এডি পদে পরীক্ষা নিতে বাধা নেই
২৫ অক্টোবর ২০২২ ১৮:১৬
ঢাকা: বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি-সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্ট দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা নিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষে করা এক আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
এদিন আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। রিটের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক ও মো. রাশেদুল হক।
পরে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ জানান, মঙ্গলবার চেম্বার আদালতের এ আদেশের ফলে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা নেই। যথাসময়ে অর্থাৎ আগামী ২৮ অক্টোবর ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ২৩ অক্টোবর এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেন। মির্জা রকিবুল হাসান নামে এক চাকরিপ্রত্যাশীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
গত ১০ মে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালকের (সাধারণ) ২২৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। প্রার্থীদের ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর (১০ মে ২০২২) হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে বিসিএস ছাড়া সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে।
এ অবস্থায় বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধন না করার বৈধতা চ্যালেঞ্জ করে মির্জা রকিবুল হাসান এক চাকরি প্রত্যাশী হাইকোর্টে রিট করেন।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম