সরকারের মেগা প্রকল্প বন্ধের আহ্বান জিএম কাদেরের
২৫ অক্টোবর ২০২২ ২১:৩০
রংপুর: দেশে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সরকারের মেগা প্রকল্প বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টির বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করা হোক না কেন তাদের কঠোরভাবে দমন করা হবে।’
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার চৌধুরী পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।
পার্টির নেতারা বলেন, শুধু খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না। সুশাসন ও গণতন্ত্রের অভাবে বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া আওয়ামী লীগ কিংবা বিএনপি নয়, আগামী দিনে জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এজন্য আগামীতে কোনো শরীক দল হিসেবে অংশগ্রহণ নয় ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেওয়া হবে।
পরে সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে মহানগর জাতীয় পার্টির বর্তমান সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং বর্তমান সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরের নাম ঘোষণা করেন জিএম কাদের।
সম্মেলনকে কেন্দ্র রংপুর জেলা ও মহানগর ছাড়াও ছাড়াও পার্শ্ববর্তী জেলা-উপজেলা পর্যায়ের জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সারাবাংলা/পিটিএম