Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে কোটি টাকার সোনার বারসহ ২ ভাই গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২২ ১১:৩৬

বেনাপোল: বেনাপোল থেকে ১ কেজি ২০০ গ্রাম সোনার বারসহ দুই ভাইকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার ধামুরদা থানার মুন্সীপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিলন হোসেন (২৮) ও হিরণ মিয়া (২৫)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর ) সকাল ১০টার দিকে কাস্টমস হাউসের সামনে কাস্টমস বিজিবি যৌথ চেকপোস্ট এলাকা থেকে সোনার বারসহ তাদের গ্রেফতার করে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বিজিবির কাছে গোপন খবর আসে সোনার একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশে দুই পাচারকারী বেনাপোলের প্রধান সড়কের কাস্টমস হাউসের সামনে দিয়ে যাচ্ছে। বিজিবির অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওই পাচারকারীদের আটক করে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ১০টি সোনার বার পায়।

জব্দ করা সোনার ওজন ১ কেজি ২০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানায় বিজিবি। সোনা পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে, বলেও জানান ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার।

সারাবাংলা/এমও

বেনাপোল সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর